ঘোষণা ছাড়াই ভ্রমণকারীরা ১০ হাজার ডলার সঙ্গে নিতে পারবেন

মত ও পথ প্রতিবেদক

ব্যাংক
ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংক দেশে বৈদেশিক মুদ্রা নিয়ে আসার সীমা দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে। বলা হয়েছে, শুল্ক কর্তৃপক্ষের কাছে ঘোষণা না দিয়ে ভ্রমণকারীরা তাদের সঙ্গে পূর্বনির্ধারিত সীমার দ্বিগুণ অর্থাৎ ১০ হাজার মার্কিন ডলার বা তার সমতুল্য বিদেশি মুদ্রা নিতে পারবেন।

এর আগে, শুল্ক কর্তৃপক্ষের কাছে ঘোষণা ছাড়াই বাংলাদেশ ব্যাংক ভ্রমণকারীদের সঙ্গে ৫ হাজার ডলার বা তার সমতুল্য বৈদেশিক মুদ্রা রাখার অনুমতি দিত।

বাংলাদেশ ব্যাংকের জারিকৃত এক প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ ব্যাংক এই সীমা ৫ হাজার ডলার থেকে বৃদ্ধি করে ১০ হাজার ডলার বা এর সমতুল্য করেছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে