তামিম ইকবালের অপরাজিত ৩৩৪ রানের রেকর্ড গড়া ইনিংসের পর নাঈম হাসানের ঘূর্ণি জাদুতে মধ্যাঞ্চলের বিপক্ষে জয় পেল পূর্বাঞ্চল। বিসিএল ২০১৯-২০ আসরের প্রথম রাউন্ডে মধ্যাঞ্চলকে ইনিংস ও ৯ রানের ব্যবধানে হারিয়ে এ জয়ের দেখা পেয়েছে দলটি।
মধ্যাঞ্চলের ২১৩ রানের জবাবে ২ উইকেটে ৫৫৫ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে পূর্বাঞ্চল। ৩৪২ রানে পিছিয়ে থাকার চাপে পিষ্ট হয়ে দ্বিতীয় ইনিংসে ৩৩৩ রানে থামে মধ্যাঞ্চল। এর ফলে প্রথম রাউন্ডে ইনিংস ব্যবধানে জয়ের মুখ দেখল পূর্বাঞ্চল।
বড় রানে পিছিয়ে থেকে ইনিংস শুরুর পর শুরু থেকেই নাঈমের তোপে পড়ে মধ্যাঞ্চল। এক পর্যায়ে ১৪৮ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বসে দলটি। ষষ্ঠ উইকেটে তাইবুর রহমানকে সাথে নিয়ে ১১৩ রানের জুটি গড়েন মোহাম্মদ মিঠুন।
তাদের এ জুটি মধ্যাঞ্চলকে ইনিংস হারের স্বপ্ন দেখালেও শেষ পর্যন্ত তা আর হয়নি। চোট নিয়ে তাইবুরের মাঠ ছাড়ার পর ক্রিজে বেশিক্ষণ থাকতে পারেননি মিঠুন। নাঈমের বলে ইয়াসির আলির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন তিনি। ফলে নিজের শততম ম্যাচে সেঞ্চুরির খুব কাছ (৮৩ রান) থেকে বিদায় নিতে হয় তাকে।
এরপর আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে মধ্যাঞ্চল। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ অবধি ৩৩৩ রানে থামে দলটি। মিঠুন ছাড়া দ্বিতীয় ইনিংসে দলটির পক্ষে হাফসেঞ্চুরি করেন নাজমুল হাসান শান্ত (৫৪) ও তাইবুর রহমান (৬২)। এ দুই ব্যাটসম্যানকেও আউট করেন নাঈম।
পূর্বাঞ্চলের বোলারদের মধ্যে ৮৫ রান খরচায় নাঈম একাই নেন ৬ উইকেট। তাছাড়া প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ২ উইকেট লাভ করেন তাইজুল ইসলাম।
সংক্ষিপ্ত স্কোর
মধ্যাঞ্চল (প্রথম ইনিংস): ২১৩/১০
সাইুফ ৫৮, তাইবুর ৪৬, সৌম্য ৩৬; তাইজুল ২২-৮-৫৮-৫, রাহী ১৪-৮-৩৮-২।
পূর্বাঞ্চল (প্রথম ইনিংস): ৫৫৫/২ ডিক্লেয়ারড
তামিম ৩৩৪*, মুমিনুল ১১১,িইয়াসির ৬২*; মুকিদুল ২৫-৩-৭১-১।
মধ্যাঞ্চল (দ্বিতীয় ইনিংস): ৩৩৩/১০
মিঠুন ৮৩, তাইবুর ৬২, শান্ত ৫৪; নাঈম ২৯-৪-৮৫-৬, তাইজুল ৩৪.২-৭-৮২-২।
ফলাফল: পূর্বাঞ্চল ইনিংস ও ৯ রানে জয়ী।
ম্যাচসেরা: তামিম ইকবাল (পূর্বাঞ্চল)।