পাকিস্তান প্রেসিডেন্টের অভ্যর্থনা পাচ্ছে তামিম-মমিনুলরা

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ দল

সিরিজের প্রথম টেস্ট খেলতে বাংলাদেশ দল এখন পাকিস্তানে। অন্যান্য সফরের চেয়ে পাকিস্তান সফরে আতিথেয়তা যেন একটু বেশিই পাচ্ছে তামিম-মমিনুলরা। তামিম-মমিনুলদের পাকিস্তান সফরে প্রেসিডেন্সিয়াল নিরাপত্তার সাথে এবার যুক্ত হল পাকিস্তান প্রেসিডেন্টের বাসভবনে মধ্যাহ্নভোজের আয়োজন।

আগামীকাল বৃহস্পতিবার দুই দলের ক্রিকেটারদের নিজ বাসভবনে আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভি।

universel cardiac hospital

টি-টোয়েন্টি সিরিজ দিয়ে পাকিস্তান ফিরেছে ফর্মে। তার চেয়েও বড় কথা- বাংলাদেশের সফরের মাধ্যমে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেটের পথ এখন সুগম। সবমিলিয়ে পাকিস্তান সফরে বাংলাদেশ দল দারুণ আতিথেয়তা পাচ্ছে। তারই অংশ হিসেবে রাওয়ালপিন্ডি টেস্ট শুরুর আগে মুমিনুল হকের দল পাবে রাষ্ট্রপতির অভ্যর্থনা।

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) রওনা হয়ে ইতোমধ্যে পাকিস্তানে পৌঁছেছে বাংলাদেশ দল। ম্যাচের ভেন্যু রাওয়ালপিন্ডি ইসলামাবাদের পাশেই। পাকস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভির বাসভবনও ইসলামবাদে। পাকিস্তানের কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, ম্যাচের আগের দিন অর্থাৎ ৬ ফেব্রুয়ারি দুপুরে রাষ্ট্রপতির বাসভবনে যাবেন ক্রিকেটাররা।

আরিফ আলভির আমন্ত্রণে অভ্যর্থনা নিতে শুধু বাংলাদেশই নয়, যাবে পাকিস্তান দলও। প্রেসিডেন্সিতে দুই দলের ক্রিকেটারদের আপ্যায়ন করা হবে রাষ্ট্রপতির দপ্তর থেকে। সাথে যোগ দিবেন পাকিস্তানের সিনেট ফেডারেল মন্ত্রীরাও। এছাড়াও থাকবেন রাজনৈতিক উচ্চপর্যায়ের ব্যক্তিবর্গ।

বৃধবার (০৫ ফেব্রুয়ারি) পৌঁছালেও বাংলাদেশ দল সারাদিন বিশ্রামেই কাটাবে। অন্যদিকে পাকিস্তান মশগুল কঠোর অনুশীলনে। পাকিস্তানে যাতে বেশিদিন অবস্থান না করতে হয়, এজন্য প্রস্তুতি ম্যাচও খেলছে না বাংলাদেশ। রাষ্ট্রপতির অভ্যর্থনার আগে মুমিনুল হকরা রাওয়ালপিন্ডি আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলন করবেন। ৭ ফেব্রুয়ারি শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি।

Pakistan Cricket@TheRealPCB

Arrival of @BBangladesh team at hotel in Islamabad.#PAKvBAN Test to begin on Friday. Get your tickets now.1,64410:41 AM – Feb 5, 2020Twitter Ads info and privacy141 people are talking about this

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে