পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রায় দুই দশকের টেস্ট ইতিহাসে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দল খেলেছে মাত্র ১০টি ম্যাচ। আর যদি হিসেব করা পাকিস্তানের মাটিতে গিয়ে টেস্ট খেলার কথা, তাহলে সংখ্যাটি নেমে আসবে তিনে।

সেই তিনটি ম্যাচই আবার এক সফরে। ২০০৩ সালে খালেদ মাহমুদ সুজনের নেতৃত্বে স্বরণীয় সফরে তিন টেস্ট খেলেছিল বাংলাদেশ। অর্থাৎ গত ১৭ বছরে একবারও পাকিস্তানের মাটিতে টেস্ট খেলেনি টাইগাররা।

অবশেষে ঘটল এ দীর্ঘ বিরতির অবসান। প্রায় ১৭ বছর পর ফের পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। যেখানে টস হেরে আগে ব্যাটিং করবে মুমিনুল হকের নেতৃত্বাধীন দল। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক আজহার আলি।

দুই দলের মুখোমুখি দ্বৈরথে একক আধিপত্য পাকিস্তানের। দশ ম্যাচের মধ্যে নয়টিতেই জিতেছে পাকিস্তান। ২০১৫ সালে খুলনায় তামিম ইকবাল ও ইমরুল কায়েসের রেকর্ডগড়া জুটিতে একমাত্র ড্র পায় বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, লিটন দাস (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, এবাদত হোসেন, আবু জায়েদ রাহী ও রুবেল হোসেন ।

পাকিস্তান একাদশ
আজহার আলি (অধিনায়ক), শান মাসুদ, আবিদ আলি, আসাদ শফিক, বাবর আজম, হারিস সোহেল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি ও ইয়াসির শাহ।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে