এবার আগেই যুবাদের ফোন করেছিলেন প্রধানমন্ত্রী

ক্রীড়া প্রতিবেদক

ফোন করেছিলেন প্রধানমন্ত্রী

গত সেপ্টেম্বরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে মামুলি এক জয় বাংলাদেশের। তাতেও ক্রিকেটামোদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন করে অভিনন্দন জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসানকে। শুধু তাই নয়, নাজমুলের ফোনে ম্যাচ জয়ের নায়ক আফিফ হোসেনের সঙ্গেও কথা বলেন, অভিনন্দিত করেন।

সেই তুলনায় দক্ষিণ আফ্রিকায় নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বাংলাদেশের যুব বিশ্বকাপের ফাইনালে যাওয়া অনেক বড় সাফল্যই। নিশ্চয়ই প্রধানমন্ত্রীর ফোন গিয়েছে পচেফস্ট্রুমেও। এরকমই সাধারণ ধারণা হলেও বৃহস্পতিবার রাতে ফাইনাল নিশ্চিত করার ঘণ্টা দুয়েক পরেও প্রধানমন্ত্রীর ফোন যাওয়ার কোনো খবর নেই।

খবর যেটি আছে, সেটি হলো ইতালি সফরে থাকা প্রধানমন্ত্রী দলকে সাহস জুগিয়েছেন এবং তা সেমিফাইনালের আগেই। এমনিতে জিতলে পরে অভিনন্দন জানান তিনি। এবার একটু ব্যতিক্রম। আগেই ফোন করেছিলেন দক্ষিণ আফ্রিকায়। প্রথমবারের মতো বৈশ্বিক কোনো আসরের ফাইনালের দুয়ারে দাঁড়িয়ে থাকা যুবাদের এবার দিয়েছেন সাহস এবং জুগিয়েছেন অনুপ্রেরণাও।

দলের সঙ্গে থাকা বিসিবির জুনিয়র নির্বাচক কমিটির সদস্য ও জাতীয় দলের সাবেক পেসার হাসিবুল হোসেন জানিয়েছেন তেমনই, প্রধানমন্ত্রী আগেই ফোন করেছিলেন। ভালো করে খেলতে বলেছিলেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে