অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশের লক্ষ্য ১৭৮

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপ জিততে বাংলাদেশের লক্ষ্য ১৭৮

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতের দলীয় ৯ রানে প্রথম আঘাতটি এনেছিলেন অভিষেক দাস। এরপর যশওয়াল ও তিলকের জুটিতে প্রতিরোধ গড়ে তোলে ভারত। ২৯তম ওভারে এই জুটি ভাঙেন তানজিম হাসান সাকিব। পরে আর ভারতীয় ব্যাটসম্যানদের থিতু হওয়ার সুযোগ দেননি বাংলাদেশের বোলাররা। একের পর এক উইকেট নিয়ে তাদের ৪৭.২ ওভারে ১৭৭ রানে অলআউট করে দিয়েছে টাইগার যুবারা। সুতরাং, যুব বিশ্বকাপের শিরোপা জিততে বাংলাদেশের সামনে এখন লক্ষ্য ১৭৮ রানের।

ভারতের ব্যাটসম্যানদের মধ্যে একজন ব্যাটসম্যান হাফ সেঞ্চুরি করতে পেরেছেন। ৮৮ রান করে আউট হন যশওয়াল। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ করেন তিলক ভার্মা। বাংলাদেশের বোলারদের মধ্যে শরিফুল ইসলাম টি, তানজিম হাসান সাকিব টি, অভিষেক দাস টি ও রাকিবুল হাসান টি করে উইকেট শিকার করেছেন।

universel cardiac hospital

পোচেফস্ট্রুমে রবিবার আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বাংলাদেশ। ফিল্ডিংয়ে নেমে দ্রুতই ভারতের ওপেনিং জুটি ভাঙে আকবর আলীর দল। ব্যক্তিগত ২ রানে জয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন স্যাক্সেনা। শুরুতে উইকেট হারালেও যশওয়াল ও তিলক ভার্মার ব্যাটে প্রতিরোধ গড়ে তোলে ভারতীয় যুবারা। দুজনে মিলে ৯৪ রানের জুটি গড়েন।

২৯তম ওভারে এই জুটি ভাঙেন তানজিম হাসান সাকিব। থার্ডম্যানে দাঁড়িয়ে অসাধারণ একটি ক্যাচ নেন শরিফুল। এরপর ভারতীয় অধিনায়ক গর্গকে দ্রুত ফিরিয়ে দেন রাকিবুল হাসান। কাভারে দাঁড়িয়ে থাকা সাকিব সহজেই লুফে নেন ক্যাচটি। ৯ বলে ৭ করেন গর্গ।

বাংলাদেশ দল

টপ অর্ডারের তিন ব্যাটসম্যান ফেরানো গেলেও যশওয়ালকে ফেরানো যাচ্ছিল না। অবশেষে ৪০তম ওভারের পঞ্চম বলে তাকে প্যাভিলিয়নের পথ ধরান শরিফুল। শর্ট মিড-উইকেটে ক্যাচটি নেন তানজিদ হাসান। যশওয়ালকে ফেরানোর পর পরের বলেই ভিরকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন শরিফুল। ভির এক বল খেলে রানের খাতা খুলতে পারেননি। পরে আর ভারতকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দেননি শরিফুল-অভিষেকরা।

ভারতের দলীয় ১৬৮ রানে রান আউট হন জুরেল। ৪৩তম ওভারে বোলিংয়ে এসে শরিফুল নিজেই রান আউট করেন বিশোনিকে। পরের ওভারে অ্যাঙ্কোলেকারকে বোল্ড করেন অভিষেক। ৪৫তম ওভারে উইকেটরক্ষকের হাতে ক্যাচ বানিয়ে কার্তিককে ফিরিয়ে দেন অভিষেক।

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ এবারই প্রথমবারের মতো ফাইনালে উঠেছে। অন্যদিকে, ভারত এর আগে যুব বিশ্বকাপে চারবার শিরোপা জিতেছে। গত আসরেও তারা চ্যাম্পিয়ন হয়েছিল।

সংক্ষিপ্ত স্কোর

ভারত অনূর্ধ্ব-১৯ ইনিংস: ১৭৭ (৪৭.২ ওভার)

যশওয়াল ৮৮, স্যাক্সেনা ২, তিলক ৩৮, গর্গ ৭, জুরেল ২২, ভির ০, অ্যাঙ্কোলেকার ৩, বিশোনি ২, মিশ্র ৩, কার্তিক ০, আকাশ ১*; শরিফুল ২/৩১, তানজিম ২/২৮, অভিষেক ৩/৪০, শামীম ০/৩৬, রাকিবুল ১/২৯, তৌহিদ ০/১২)।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে