অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ-ভারত

যুব বিশ্বকাপের সবশেষ পাঁচ ফাইনালের মধ্যে চারবারই জিতেছে পরে ব্যাট করা দল- এ পরিসংখ্যানটি হয়তো বেশ ভালোভাবেই মাথায় রেখেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।

তাই তো ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার যুবাদের অধিনায়ক আকবর আলি। ভারতীয়দের দেয়া লক্ষ্য তাড়া করে শিরোপা জিততে পরে ব্যাট করতে নামবে বাংলাদেশ।

universel cardiac hospital

নিজেদের একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। বাঁহাতি স্পিনার হাসান মুরাদের পরিবর্তে এসেছেন অভিষেক দাস। অপরিবর্তিত রয়েছে ভারতের একাদশ।

মূলত সকালের দিকে উইকেটে থাকা ময়েশ্চারের সুবিধা নেয়ার জন্যই আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়া হয়ে বলে জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক আকবর আলি। অন্যদিকে টসের সিদ্ধান্ত নিয়ে খুব একটা ভাবছেন না- বলেই জানালেন ভারতের অধিনায়ক প্রিয়াম গার্গ।

এ দুই দল গতবছরই মুখোমুখি হয়েছিল যুব এশিয়া কাপের ফাইনালে। সে ম্যাচেও পরে ব্যাট করেছিল বাংলাদেশ। কিন্তু সহজ সুযোগ পেয়েও শিরোপা জিততে পারেনি আকবর আলির দল।

সেদিন ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলকে মাত্র ১০৬ রানে অলআউট করেছিলেন আকবর আলি, তৌহিদ হৃদয়রা। পরে ১০৭ রানের ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে নিজেরা অলআউট হয়ে যায় মাত্র ১০১ রানে, পুড়তে ৫ রানের পরাজয়ের যন্ত্রণায়।

সে ম্যাচের যন্ত্রণা ভোলার লক্ষ্যেই আজ বিশ্বকাপের ফাইনালে খেলতে নেমেছে বাংলাদেশ। দলের সকল খেলোয়াড়ই জানিয়েছেন, ম্যাচটিতে বাড়তি চাপ নিতে চান না কেউই। স্বাভাবিক ম্যাচ হিসেবে খেলেই ভালো কিছুর অপেক্ষায় রয়েছেন তারা।

এদিকে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়েছে টিম ইন্ডিয়া। রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৮ ওভারে ১ উইকেটে ১৫ রান।

বাংলাদেশ অনূর্ধ্ব একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, শাহাদাত হোসেন, শামিম হোসেন, আকবর আলী (অধিনায়ক), রকিবুল হাসান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও অভিষেক দাস।

ভারত অনূর্ধ্ব একাদশ: যশস্বী জাসওয়াল, দিব্বংশ সাক্সেনা, তিলক ভার্মা, প্রিয়াম গার্গ (অধিনায়ক), ধ্রুব জুয়েল, সিদ্ধেশ বীর, অথর্ব আঙ্কোলেকার, রবি বিষ্ণু, সুশান্ত মিশ্র, কার্তিক ত্যাগী ও আকাশ সিং।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে