একই দিনে দেশে ফিরছেন সিনিয়র-জুনিয়ররা

ক্রীড়া প্রতিবেদক

দেশে ফিরছে সিনিয়র-জুনিয়ররা
ফাইল ছবি

একদল দক্ষিণ আফ্রিকায় নিজেদের শ্রেষ্ঠত্বের জানান দিয়েছে, অন্যদল পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ধারাবহিক ব্যর্থতা বজায় রেখে টেস্ট ইতিহাসের সংকটময় সময় পার করছে। সবসময় জাতীয় দল বেশি গুরুত্ব পেলেও সাফল্য বিচারে সবার মুখে মুখে এবার বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ দল।

পাকিস্তানের সামনে কচুকাটা হওয়া জাতীয় দল রাওয়ালপিন্ডি টেস্টে মোটেও ভালো করতে পারেনি। পৃথক দুই দেশে সিনিয়র-জুনিয়রদের পারফরম্যান্স ভিন্ন থাকলেও সফর শেষে তারা দেশে ফিরছে একই দিনে।

universel cardiac hospital

দক্ষিণ আফ্রিকায় লম্বা সময় পার করে দেশে ফিরে আসছে আকবর আলীর নেতৃত্বাধীন অনূর্ধ্ব-১৯ দল। তাও বিশ্বকাপ ট্রফি সঙ্গী করে। জাতীয় দল রাওয়ালপিন্ডি যাওয়ার বেশি দিন হয়নি। পাঁচ দিনের টেস্ট শেষ চার দিনেরও কম সময়ে।

তবে চতুর্থ দিনে ইতি দেখলেও রাওয়ালপিন্ডি টেস্ট শেষ হওয়ার কথা ১১ ফেব্রুয়ারি। সে অনুযায়ী ১২ ফেব্রুয়ারি ক্রিকেটাররা দেশে ফেরার কথা, হবেও তাই। ১১ ফেব্রুয়ারি পাকিস্তানে কাটিয়ে মুমিনুল হকরা বাংলাদেশে পা রাখবে বুধবার (১২ ফেব্রুয়ারি)। বিকাল সাড়ে পাঁচটায় তামিম-রিয়াদদের বহনকারী ফ্লাইট ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

তবে যাদের জন্য এখন অধীন আগ্রহে অপেক্ষা করছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমিরা, তারাই দেশে ফিরবে আগে; তাও আবার একই দিনে। ১২ ফেব্রুয়ারি বেলা ২টায় বিশ্বচ্যাম্পিয়ন যুবারা ট্রফি সমেত বাংলাদেশে পৌঁছাবে।

প্রথমবারের মতো ফাইনালে ওঠে সেই ফাইনালে ভারতকে পিটিয়ে বিশ্বকাপ জিতে দেশকে আনন্দে উদ্ভাসিত করেছে যুবারা। রাওয়ালপিন্ডিতে ধারাবাহিকভাবে সমর্থকদের হতাশ করায় ব্যস্ত ছিলেন জাতীয় দলের ক্রিকেটাররা। দেশের ক্রিকেটকে অনেক সাফল্য এনে দেওয়া জাতীয় দলের ক্রিকেটাররা এসমন এক সময়ে দেশে ফিরছেন, যখন তাদের একটু সফলতাই ক্রিকেটপ্রেমিদের উল্লাসকে আরও রঙিন করে তুলতে পারত।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে