বদলে গেলো গুগল ম্যাপস

ডেস্ক রিপোর্ট

গুগল ম্যাপস
ছবি : ইন্টারনেট

গুগল ম্যাপস চালু হয়েছিল ২০০৫ সালের ৮ ফেব্রুয়ারি। গুগল ম্যাপের কল্যাণে পৃথিবীর কােনা প্রান্ত এখন আর অচেনা নেই! যেখানেই যেতে চাই না কেন, ম্যাপে সার্চ করলেই সাথে সাথে বের করে দেবে পথ, কীভাবে যেতে হবে সবকিছু!

গুগল নতুন বৈশিষ্ট্য এবং ডিজাইনসহ মানচিত্রের ‘১৫ তম’ জন্মদিন উদযাপন করে। এতে গুগল ম্যাপের ইউজার ইন্টারফেস বদলানো হয়েছে। একই সঙ্গে বদলে যাচ্ছে অ্যাপের আইকন। এখন থেকে অ্যাপটির নতুন আইকনে পাঁচটি রঙের পিনের ছবি দেখা যাবে। বর্তমানে গুগল ম্যাপসে থাকা এক্সপ্লোর, কমিউট ও ফর ইউ ট্যাবগুলোতেও আসছে পরিবর্তন।

universel cardiac hospital

নতুনভাবে যুক্ত হচ্ছে সেভড, কন্ট্রিবিউট ও আপডেটস নামের তিনটি অ্যাপ। সব মিলিয়ে ট্যাবের সংখ্যা দাঁড়াবে ৫টি। এর সঙ্গে যোগ হবে নতুন কিছু ফিচার। যেমন বাসে বা ট্রেনের তাপমাত্রা কতো তা জানা যাবে। এছাড়াও, গুগল ম্যাপসে যুক্ত হচ্ছে অ্যানিমেল গাইড।

ম্যাপেই জানা যাবে যানজটের হালচাল। লাইট মোড ব্যবহার করে কম খরচে ম্যাপ ব্যবহার করতে পারবেন।

ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ চালাতে পারবেন। যেকোন জায়গার দূরত্ব মাপতে পারবেন। সেই সঙ্গে কোথায় আছেন প্রতিমুহূর্তে জানিয়ে দেবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে