রাজশাহীর গোদাগাড়ীতে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিয়েছে একটি পিকআপ। এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা দুই ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত দুইজন।
আজ বুধবার সকাল আটটার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পজেলার রাজাবাড়িহাটে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ হতাহতের বিষয়টি নিশ্চিত করলেও তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেনি।
গোদাগাড়ীর প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আবদুল বারী বলেন, মহাসড়কের পাশে গাড়ি রেখে ট্রাকের লোকজন রাজাবাড়িহাটে নাস্তা করছিলেন। তখন চাঁপাইনবাবগঞ্জগামী একটি পিকআপ পেছন থেকে সজোরে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই পিকআপে থাকা দুই ব্যক্তি নিহত হন। আহত হন দুইজন।
- এসএসসি পরীক্ষার ৫০ উত্তরপত্র থানায় জমা দিলেন সিএনজিচালক
- করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১১০৭, আক্রান্ত ৪৪ হাজার ১৩৮
স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে দমকল বাহিনীর কর্মীরা গিয়ে পিকআপের ভেতর থেকে নিহত দুইজনের লাশ বের করেন। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।
লাশ দুটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে বলে জানান পুলিশ পরিদর্শক আবদুল বারী।