যুক্তরাজ্যে প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি শুরু হচ্ছে আজ

মত ও পথ প্রতিবেদক

নির্বাচন কমিশন
ফাইল ছবি

যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কাজ শুরু হচ্ছে আজ বুধবার থেকে। লন্ডনে স্থানীয় সময় বেলা ১১টায় এ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

নির্বাচন কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ ফেব্রুয়ারি স্থানীয় সময় বেলা ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে লন্ডনে বাংলাদেশ দূতাবাসে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার কাজ উদ্বোধন করবেন সিইসি।

আগামী ১৩ ফেব্রুয়ারি ম্যানচেস্টার যাবেন সিইসি। সেখানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি নেতাদের সঙ্গে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তিকরণ, প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশে বসবাসরত প্রবাসীদের আত্মীয়দের মধ্যে এ বিষয়ে সচেতনতা বাড়ানোর বিষয়ে মতবিনিময় করবেন। ১৪ ফেব্রুয়ারি তিনি দেশে ফিরবেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে