গত বছরের আগস্টে রুপালি পর্দায় ওঠে বলিউড অভিনেত্রী বিদ্যা বালানের সবশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘মিশন মঙ্গল’। সেখানে তাকে দেখা যায় একজন মহাকাশ বিজ্ঞানীর চরিত্রে। ৩২ কোটি টাকা নির্মাণ ব্যয়ের এই ছবি বক্স অফিস কাঁপিয়ে আয় করে নেয় ২৫১ কোটি টাকা।
খুব শিগগির বিদ্যাকে দেখা যাবে ভারতের ‘হিউম্যান কম্পিউটার’ খ্যাত শকুন্তলা দেবীর বায়োপিকে। এখানে তিনি গণিতবিদ শকুন্তলা দেবী হয়ে পর্দায় হাজির হবেন। আগামী ৮ মে মুক্তি পাবে এই ছবি।
এরই মধ্যে নতুন আরও একটি ছবির খবর জানালেন ‘ডার্টি পিকচার’ খ্যাত বিদ্যা বালান। নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে নায়িকা লিখেছেন, ‘থ্রিলড টু অ্যানাউন্স মাই নেক্সট ফিল্ম ‘শেরনি’। শুটিং শুরুর অপেক্ষায় আর থাকতে পারছি না।’
বিদ্যার নতুন এই ছবির পরিচালক ‘নিউটন’ খ্যাত অমিত মাসুরকর। প্রযোজনার দায়িত্বে থাকবেন ভূষণ কুমার, কৃষ্ণা কুমার ও অমিত মাসুরকর। শকুন্তলা দেবীর বায়োপিকের কাজ শেষ হলেই ‘শেরনি’ ছবির শুটিং শুরু হবে।
অবনী নামের এক বাঘিনীর ওপর নির্মিত হবে বিদ্যার এই ছবি। ভারতের পন্ডরকাওড়া এলাকায় ১৩ জন মানুষকে মেরে ফেলেছিল অবনী। পরে উচ্চ আদালত তাকে মেরে ফেলার আদেশ দেয়। কিন্তু এই আদেশের বিরোধিতা করেন অনেকে।