ঘন কুয়াশা : ৪ ঘণ্টা পর বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল স্বাভাবিক

সিরাজগঞ্জ প্রতিনিধি

বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল স্বাভাবিক
ফাইল ছবি

ঘন কুয়াশার কারণে দীর্ঘ চার ঘণ্টা বঙ্গবন্ধু সেতুর টোল আদায় বন্ধ রাখে কর্তৃপক্ষ। এ সময় যানবাহন স্থবির হয়ে পড়ায় সেতুর পশ্চিম পাড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সকাল সাড়ে ১০টার দিকে পরিবেশ স্বাভাবিক হলে আবারো টোল আদায় শুরু করে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ। হঠাৎ সৃষ্ট এ যানজটে বিপাকে পড়ে ঢাকামুখী যাত্রীরা।

সেতু কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, ঘন কুয়াশার কারণে মাঝে মাঝেই দুর্ঘটনার শিকার হয় দ্রুতগামী যানবাহনগুলো। তাই নিরাপত্তার স্বার্থেই টোল আদায় বন্ধ রাখা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হবার পরই যান চলাচলের জন্য সেতু খুলে দেওয়া হয়েছে।

universel cardiac hospital

বঙ্গবন্ধু সেতুর ভারপ্রাপ্ত কর্মকর্তা মত ও পথকে জানান, দীর্ঘ যানজটের যাত্রীদের নিরাপত্তার জন্য পুলিশের একটি টিম কাজ করছে। ঘন কুয়াশার কারণে মহাসড়কে যেন কোনো দুর্ঘটনা না ঘটে সে কারনেই কিছু সময়ের জন্য সেতুর টোল আদায় বন্ধ রেখেছিল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। যানজট কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক হয়ে যাবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে