জিম্বাবুয়ের বিপক্ষে বিসিবি একাদশে যুব বিশ্বকাপজয়ী দলের যারা

ক্রীড়া প্রতিবেদক

যুবাদের বিশ্বজয়
ছবি : সংগৃহিত

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আর সিরিজ শুরুর আগে বিসিবি একাদশের সঙ্গে দুদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে জিম্বাবুয়ে। যেখানে নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে আসা ছয় ক্রিকেটারকে। ইতিমধ্যে বিসিবি একাদশ ঘোষণা করা হয়েছে।

universel cardiac hospital

জানা গেছে, ওই ছয় ক্রিকেটারের মধ্যে যুব বিশ্বকাপজয়ী দলের ওপেনার তানজিদ তামিম ও পারভেজ ইমন আছেন।

বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী আছেন। দলের সেরা ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়কেও নেওয়া হয়েছে।

আর জিম্বাবুয়ে ব্যাটসম্যানদের ভিত নাড়িয়ে দিতে বিশ্বকাপের সফল বোলার পেসার শরিফুল ইসলামকে রাখা হয়েছে। দলে আকবর আলীদের সঙ্গে নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে অলরাউন্ডার শাহাদাত হোসেনকেও নির্বাচন করেছেন নির্বাচকরা।

পেস আক্রমণে বিসিবি একাদশে থাকছেন মুকিদুল ইসলাম মুগ্ধ ও সুমন খান। আফ্রিকানদের ঘূর্ণিবল দেখাতে নেওয়া হয়েছে যুবা দলের লেগ স্পিনার রিশাদ আহমেদ ও লেগ স্পিনার আমিনুল ইসলাম।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এসব যুবাকে সঙ্গ দেবেন জাতীয় দলের হয়ে টি-২০ খেলা নাঈম শেখ। আগামী ১৮-১৯ ফেব্রুয়ারি মিরপুর ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে প্রস্তুতি ম্যাচটি।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশ

নাঈম শেখ, পারভেজ ইমন, মাহমুদুল জয়, আকবর আলী, আল-আমিন জুনিয়র, ফারদিন খান, শরিফুল ইসলাম, সুমন খান, মুকিদুল ইসলাম মুগ্ধ, আমিনুল ইসলাম, রিশাদ আহমেদ, শাহাদাত হোসেন ও তানজিদ তামিম।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে