বুন্দেসলিগায় বড় জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। রোববার রাতে তারা ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ঘরের মাঠের এফসি কোলনকে।
এই জয়ে ২২ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে ওঠে এসেছে বায়ার্ন। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে লাইপজিগ।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের ১২ মিনিট পেরুতেই তিন গোল তুলে নেয় বায়ার্ন। তৃতীয় মিনিট রবার্ট লেভানডোভস্কি, পঞ্চম মিনিটে কিংসলে কোম্যান আর ১২ মিনিটের মাথায় গোল করেন সার্জ জিনাব্রি।
দ্বিতীয়ার্ধে ৬৬ মিনিটে আরও এক গোল করেন জার্মান উইঙ্গার জিনাব্রি। ৪-০ গোলে এগিয়ে যায় বায়ার্ন। বড় জয় তখনই নিশ্চিত হয়ে গেছে দলটির।
- উন্নয়ন ত্বরান্বিত করতে প্রতিবেশীর সঙ্গে কানেকটিভিটি খুবই গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী
- করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৭৭৫
এর চার মিনিট পর সান্ত্বনাসূচক একটি গোল পায় এফসি কোলন। ৭০ মিনিটে দলের পক্ষে একমাত্র গোলটি করেন মার্ক ওথ। শেষতক ৪-১ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে বায়ার্ন।