৩ মোড়ল তত্ত্বে ক্রিকেট বাঁচবে না : স্টিভ ওয়াহ

ক্রীড়া প্রতিবেদক

স্টিভ ওয়াহ
স্টিভ ওয়াহ। ফাইল ছবি

ক্রিকেটে তিন মোড়ল তত্ত্বের বিরোধিতা করলেন অস্ট্রেলিয়া কিংবদন্তি স্টিভ ওয়াহ। তার মতে, ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ক্রিকেট থেকে বেশি আয় করবে। আর সেই অর্থ নিজেদের মধ্যে ভাগ-বাটোয়ারা করে নেবে। এ পদ্ধতিতে ক্রিকেট চলতে পারে না।

ওয়াহর ভাষ্যমতে, ধরুন, এক খণ্ড কেক। বেশিরভাগই খেয়ে ফেলল ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, শ্রীলংকা ও বাংলাদেশ কী খাবে? অধিকাংশ অর্থই তিন দেশের ক্রিকেটের উন্নয়নে বরাদ্দ হলে বাকিদের কী হবে?

সাবেক অজি অধিনায়ক বলেন, বিগ থ্রি একটি ‘পুঁজিবাদী’ তত্ত্ব। এখানে ব্যবসায় মুখ্য। তিন মোড়ল বেশি অর্থ চায়। আমার প্রশ্ন– তারা কী সত্যিকার অর্থেই ক্রিকেটের উন্নয়ন চায়? গোটা বিশ্বে তা ছড়িয়ে দিতে চায়? ক্রিকেটের বিশ্বায়ন ঘটাতে চায়? তা হলে বাকি দেশগুলোকেও লভ্যাংশ দিতে হবে।

৫৪ বছর বয়সী ক্রিকেট ব্যক্তিত্ব মনে করেন, বাংলাদেশ, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, শ্রীলংকায়ও অর্থ যাওয়ার দরকার আছে। অন্যথায় ক্রিকেট বাঁচবে না। ‘অকালেই’ মরে যাবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে