র‌্যাপ সঙ্গীতশিল্পী পপ স্মোককে গুলি করে হত্যা

বিনোদন ডেস্ক

পপ স্মোককে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে র‌্যাপ সঙ্গীতশিল্পী ও গীতিকার বাশার বারাকাহ জ্যাকসনকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি পপ স্মোক নামেই বেশি পরিচিত ছিলেন। লস অ্যাঞ্জেলসের পুলিশ রেডিও ওয়ান নিউজবিটকে জানিয়েছে, বাসায় ডাকাতিকালে একজন তাকে গুলি করে। পরে তাকে মৃত ঘোষণা করা হয়। তবে হত্যাকারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এটি ডাকাতির ঘটনা উল্লেখ করে পুলিশ জানিয়েছে, একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে তাকে মৃত ঘোষণা করা হয়। কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, অজ্ঞাত সংখ্যক সন্দেহভাজন পশ্চিম হলিউডের একটি এলাকায় প্রবেশ করেছে।

universel cardiac hospital

পুলিশ স্থানীয় সময় বুধবার বিকেল ৪টা ৫৫ মিনিটে ডাকাতির বিষয়ে ফোন পায় এবং এর ছয় মিনিট পর ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে তারা বলছে, এ ঘটনায় কাউকে চিহ্নিত করা যায়নি এবং গ্রেফতারও করা হয়নি।

মাত্র এক সপ্তাহে আগেই পপ স্মোক ওয়ানএক্সট্রা-তে ডিজে টার্গেট শোতে অংশ নিয়েছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি জায়গায় তার পারফর্ম করার কথা ছিল। এছাড়া আগামী এপ্রিলে লন্ডন, ম্যানচেস্টার ও বার্মিংহামে পারফর্ম করতে যুক্তরাজ্যে যাওয়ার কথা ছিল।

১৯৯৯ সালের ২০ জুলাই নিউইয়র্কের ব্রুকলিনে জ্যামাইকান মা এবং পানামানিয়ান বাবার ঘরে বাশার বারাকাহ জ্যাকসনের জন্ম।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে