চলন্ত ট্রেনে উঠতে গিয়ে খুবি শিক্ষকের মৃত্যু

মত ও পথ প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মিজানুর রহমান

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ট্রেন আর প্ল্যাটফর্মের মাঝখানে কাটা পড়ে নিহত হয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক অধ্যাপক। তার নাম মিজানুর রহমান। আজ শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে খুলনা স্টেশনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মিজানুর খুলনা বিশ্ববিদ্যালয়ের সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিন থেকে সম্প্রতি অবসর গ্রহণ করেছেন। তিনি এ বিভাগের প্রধানও ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে রেখে গেছেন।

universel cardiac hospital

জানা যায়, ভোরে খুলনা স্টেশনের ৩নং প্ল্যাটফর্ম থেকে বেনাপোলগামী একটি ট্রেন ছেড়ে যাচ্ছিল। ওই সময় অধ্যাপক মিজানুর দৌড়ে ট্রেনটিতে উঠতে যান। তিনি ট্রেনের দরজার হ্যান্ডেল ধরে রাখার চেষ্টা করেও হাঁপিয়ে ওঠার কারণে হ্যান্ডেল ধরে রাখতে পারেননি। পরে ট্রেন আর প্ল্যাটফর্মের মাঝখানে পড়ে তার ডান হাত-পা কাটা পড়ে। পরে তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেয়ার পর সকাল সোয়া সাতটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রেলওয়ের নিরাপত্তা বাহিনীর হাবিলদার ওহিদ খান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে