গাজীপুরের কালিয়াকৈরে আজমেরী গ্লোরী পরিবহনের যাত্রীবাহী একটি বাস উল্টে মা ও মেয়ে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন বেশ কয়েকজন। মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে গেছে পুলিশ।
আজ রোববার সকাল ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কালিয়াকৈর উপজেলার বোর্ডমিল এলাকার ইদ্রিস আলীর স্ত্রী ফাতেমা বেগম ও তাদের ৯ মাস বয়সী মেয়ে আরবী।
- খালেদা জিয়ার জামিন নিয়ে ‘উচিত রায়’ প্রত্যাশা মির্জা ফখরুলের
- মানি লন্ডারিং মামলায় খালেদসহ ৬ জনের বিরুদ্ধে চার্জশিট
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, কালিয়াকৈর থেকে ছেড়ে আসা গাজীপুরগামী আজমেরী গ্লোরী পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ওই বাসের যাত্রী ফাতেমা বেগম ও তার মেয়ে আরবী ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন বেশ কয়েকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এদিকে, মৌচাক এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি মারা গেছেন।