জিম্বাবুয়ে-বাংলাদেশ ওয়ানডে সিরিজে টিকিটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেট দল
ফাইল ছবি

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ ও জিম্বাবুয়ে ক্রিকেট দল এখন অবস্থান করছে সিলেটে। লাক্কাতুরায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের ম্যাচ তিনটি হবে যথাক্রমে ১, ৩ ও ৬ মার্চ।

এ সিরিজের টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভিন্ন পাঁচ গ্যালারিতে বসে ম্যাচগুলো দেখতে পারবেন দর্শকরা। যে জন্য সর্বনিম্ন ১০০ এবং সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত খরচ করতে হবে।

universel cardiac hospital

সর্বনিম্ন ১০০ টাকা করে পাওয়া যাবে গ্রিন হিল এরিয়া ও পশ্চিম গ্যালারির টিকিট। এছাড়া পূর্ব গ্যালারির টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। ক্লাব হাউজে বসে খেলা দেখতে খরচ করতে হবে ৩০০ টাকা। প্যাভিলিয়ন লাগোয়া গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ১০০০ টাকা।

আজ শুক্রবার থেকেই পাওয়া যাবে এ সিরিজের টিকিট। সংগ্রহ করা যাবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট বিভাগীয় স্টেডিয়ামের বুথ থেকে। সকাল ৯টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে টিকিট বিক্রি।

উল্লেখ্য, আগামী ১ ও ৩ মার্চ সিরিজের প্রথম দুই ম্যাচ শুরু হবে দুপুর ১টায়। তবে ৬ মার্চ শুক্রবার হওয়ায়, সেদিনের ম্যাচ শুরু দুপুর ২টায়।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে