ঢাকায় বসবাসরত ব্রাহ্মণবাড়িয়াবাসীর প্রাণের সংগঠন ‘ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, ঢাকা’-এর ত্রি-বার্ষিক সাধারণ সভা ২০২০ আজ শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানী ঢাকার কাকরাইলে অবস্থিত আইডিইবি ভবনের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ত্রি-বার্ষিক সাধারণ সভার সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ঢাকা-এর সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির উপদেষ্টা এবং সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।
ত্রি-বার্ষিক সাধারণ সভার দ্বিতীয় পর্বে নতুন কমিটির সভাপতি,সাধারণ সম্পাদক, অতিরিক্ত সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার গোলাম রাব্বানী।
আগামী ৩ বছরের জন্য ঘোষিত আংশিক কমিটিতে সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। সাধারণ সম্পাদক পদে অতিরিক্ত সচিব মোঃ খলিলুর রহমান ( মহাপরিচালক, প্রশাসন, প্রধানমন্ত্রীর কার্যালয়), অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে মঈন উদ্দিন মঈন এবং কোষাধ্যক্ষ পদে তোফাজ্জল হোসেন (এফসিএ) নির্বাচিত হয়েছেন।
কমিটির বাকী পদগুলো দ্রুত সময়ের মধ্যে পূরণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে সম্মেলনে বাংলাদেশ প্রাণি সম্পদ গবেষণা ইনিস্টিউটের সাবেক মহা-পরিচালক এবং গ্লোবাল ভিলেজ বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভাইস চ্যান্সেলর ও কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম খানকে অভিনন্দন জানানো হয়। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার এই কৃতিসন্তানকে আলাদা একটি অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা প্রদান করা হবে বলে জানান সমিতির নবনির্বাচিত সভাপতি র আ মা উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।