নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেও হোয়াইটওয়াশ ভারত

ক্রীড়া প্রতিবেদক

হোয়াইটওয়াশ ভারত
ছবি : ইন্টারনেট

দেশের মাটিতে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ভারতের কাছে হোয়াইটওয়াশ হওয়ার মধুর প্রতিশোধ নিল নিউজিল্যান্ড। পরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে টিম ইন্ডিয়াকে ধবলধোলাই করেন কিউইরা। এবার দুই ম্যাচ টেস্ট সিরিজেও কোহলিদের ধোলাই করলেন তারা।

সিরিজের প্রথম টেস্টে ওয়েলিংটনে ভারতকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারায় নিউজিল্যান্ড। দ্বিতীয় টেস্টে ক্রাইস্টচার্চে তাদের ৭ উইকেটে হারিয়েছেন উইলিয়ামসনরা।

universel cardiac hospital

হ্যাগলি ওভালে জয়ের জন্য নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ১৩২ রান। তৃতীয় দিনের লাঞ্চের পরেই সেটি তুলে ফেলেন তারা।

টস হেরে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২৪২ রানে অলআউট হয় ভারত। জবাবে নিজেদের ফার্স্ট ইনিংসে ২৩৫ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। এতে ৭ রানের সংক্ষিপ্ত লিড নেন সফরকারীরা।

তবে দ্বিতীয় ইনিংসে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েন তারা। বড় স্কোর গড়তে ব্যর্থ হন কোহলি অ্যান্ড কোং। মাত্র ১২৪ রানে গুঁড়িয়ে যান তারা। পরিপ্রেক্ষিতে শেষ ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১৩২ রান তুলেন স্বাগতিকরা। ফলে ৭ উইকেটে জিতে যান তারা।

দ্বিতীয় দিনের ৬ উইকেটে ৯০ রান নিয়ে সোমবার খেলতে নামে ভারত। দিনের প্রথম ঘণ্টাতেই প্যাকেট হয়ে যান তারা। পরে চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত বিনা উইকেটে ৪৬ রান তোলে নিউজিল্যান্ড। পরে এক ঘণ্টাতেই জয় নিশ্চিত করেন কিউইরা।

টম লাথাম ৫২ রান করে উমেশ যাদবের শিকার হন। অপর ওপেনার টম ব্লান্ডেল ৫৫ রান করে বুমরাহর বলির পাঁঠা হন। উইলিয়ামসন ৫ রান করে একই বোলারের বলে রাহানের হাতে ধরা দেন। টেলর ও নিকোলস উভয়ই ব্যক্তিগত ৫ রানে অপরাজিত থাকেন।

প্রথম ইনিংসে ৫ উইকেট ঝুলিতে ভরেন কাইল জেমিসন। পাশাপাশি ব্যাট হাতে ৪৯ রান করেন তিনি। স্বাভাবিকভাবেই ম্যাচসেরার পুরস্কার উঠেছে তার হাতে। আর দুই টেস্টে ১৪ উইকেট নিয়ে সিরিজসেরা হন সাউদি।

তথ্যসূত্র : ক্রিকবাজ

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে