শ্রীলঙ্কার বিপক্ষেও বাংলাদেশের মেয়েদের পরাজয়

৯১ রানের বেশি করতে পারল না সালমা-জাহানারারা

অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হারলেও ভারত ও নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে লড়াই করায় শেষ ম্যাচটি নিয়ে আশায় ছিলেন সমর্থকরা। অথচ টি-টোয়েন্টি বিশ্বকাপে অপেক্ষাকৃত কম শক্তির শ্রীলঙ্কার বিপক্ষে এসে আরও বড় হার দেখতে হলো বাংলাদেশের মেয়েদের।

সোমবার মেলবোর্নে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৯ উইকেটে হেরেছেন সালমা-রুমানারা। চার ম্যাচের সব ক’টিতে হার নিয়ে গ্রুপপর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়ে গেছে টাইগ্রেসদের।

শেষ ম্যাচটিতে টস জিতে ব্যাটিং বেছে নেয়ায় যেন কাল হয় বাংলাদেশের। লঙ্কান বোলারদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। চার নম্বরে নামা নিগার সুলতানা যা একটু লড়াই করেছেন। কিন্তু ৩৯ রান করে ইনিংসের শেষ বলে আউট হলেও দলের পুঁজি বড় করে যেতে পারেননি তিনি। ৮ উইকেটে মাত্র ৯১ রানে থেমে যায় বাংলাদেশ।

শ্রীলঙ্কার পক্ষে ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৪টি উইকেট নেন শশীকলা সিরিবর্ধনে। ২টি উইকেট শিকার আচিনি কুলাসুরিয়ার।

ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই জয়ের ভিত পেয়ে যায় শ্রীলঙ্কা। ৫১ রানের জুটি গড়ে নাহিদা আখতারের বলে স্ট্যাম্পিং হন লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তু (৩০)। তবে আরেক ওপেনার হাসিনি পেরেরা (৩৯*) আর উইকেটরক্ষক ব্যাটসম্যান আনুষ্কা সঞ্জীবনী (১৬*) দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ১৫.৩ ওভারেই।

প্রসঙ্গত, এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ১৮ রানে হেরেছিল বাংলাদেশের মেয়েরা। পরের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারে ৮৬ রানের বড় ব্যবধানে। তবে তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে পরাজয়ের ব্যবধান আবারও কমিয়ে আনে টাইগ্রেসরা, ম্যাচটি তারা হারে ১৭ রানে। শেষ ম্যাচে এসে লজ্জার ষোলকলা পূরণ করে ৯ উইকেটের বড় হার।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে