শচীন গেইল ও সৌরভকে পেছনে ফেললেন তামিম

ক্রীড়া প্রতিবেদক

তামিম ইকবাল
তামিম ইকবাল। ফাইল ছবি

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১৫৮ রানের রাজসিক ইনিংস খেলেছেন তামিম ইকবাল। এ পথে তিনটি রেকর্ড গড়েছেন তিনি। এটিই কোনো বাংলাদেশির ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। সেই সঙ্গে ওডিআই ক্রিকেটে দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে সাত হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তামিম।

পাশাপাশি একদিনের ক্রিকেটে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ রানের দৌড়ে লিটল মাস্টার শচীন টেন্ডুলকার, ব্যাটিং দানব ক্রিস গেইল, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানদের পেছনে ফেলেছেন তামিম।

universel cardiac hospital

মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিংয়ে নামার আগে এ সংস্করণে জিম্বাবুইয়ানদের বিপক্ষে তার রান ছিল ১৩৯৮। সামনে ছিলেন শুধু সাকিব ও গেইল।

জিম্বাবুয়ের বিপক্ষে ৪৫ ওয়ানডেতে ১৪০৪ রান সংগ্রহ করেন সাকিব। ৩০ ওয়ানডেতে ১৫৪৯ রান তুলে শীর্ষে ছিলেন গেইল। এদিন শুরুতেই দেশসেরা অলরাউন্ডারকে টপকে যান তামিম। আর ব্যক্তিগত ১৫২ রানে ক্যারিবিয়ান কিংবদন্তিকে ছাড়িয়ে যান তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে ৪০ ওয়ানডেতে এখন ড্যাশিং ওপেনারের রান ১৫৫৬।

জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ ৬ রান সংগ্রাহকের তিনজনই বাংলাদেশের। তামিম-সাকিব ছাড়া অপরজন হচ্ছেন মুশফিকুর রহিম। ষষ্ঠ স্থানে থাকা মিস্টার ডিপেন্ডেবলই দলটির বিপক্ষে সবচেয়ে বেশি ওয়ানডে খেলেছেন। ৪৮ ম্যাচে করেছেন ১৩৬০ রান।

তালিকার চারে রয়েছেন টেন্ডুলকার। রোডেশিয়ানদের বিপক্ষে ৩৪ ম্যাচে তার উইলো থেকে এসেছে ১৩৭৭ রান। পাঁচে আছেন আরেক ভারতীয় কিংবদন্তি অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। তাদের বিরুদ্ধে ৩৬ ম্যাচে ১৩৬৭ রান হাঁকিয়েছেন তিনি।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে