করোনা: অনিশ্চিত বাংলাদেশ-আফগানিস্তান বিশ্বকাপ বাছাই ম্যাচ

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ ফুটবল দল
ফাইল ছবি

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে আন্তর্জাতিক ক্রীড়াসূচি লন্ডভন্ড হতে শুরু করেছে বেশ কিছুদিন আগে থেকেই। সে ধারাবাহিকতায় এবার এ ভাইরাসটি অনিশ্চয়তার মধ্যে ফেলেছে ২০২২ কাতার বিশ্বকাপের বাছাই পর্বের বাকি ম্যাচগুলো।

আগামী ২৬ মার্চ সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার বিশ্বকাপ বাছাইয়ের ফিরতি ম্যাচটি; কিন্তু করোনাভাইরাসের কারণে এই ম্যাচটি অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। ম্যাচটি নির্দিষ্ট সময়ে আয়োজন করা সম্ভব হবে কি না তা নিয়ে এএফসি কথা বলবে দুই দেশের ফুটবল কর্তৃপক্ষের সঙ্গে।

ফিফা ও এএফসি কর্মকর্তারা জরুরিভাবে এ বিষয় নিয়ে আলোচনা করছে। সেখান থেকে খেলোয়াড়দের স্বাস্থ্যের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এমন একটি প্রস্তাব এসেছে। যা বিবৃতির মাধ্যমে জানিয়েছে এশিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা এএফসি।

এ বিষেয় বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেছেন, বিষয়টি নিয়ে ফিফা ও এএফসি আলোচনা চালাচ্ছে। তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এএফসির এ সংক্রান্ত একটি বিবৃতি দেখেছি। তারা আমাদের সঙ্গে আলোচনা করবে। আমি শুক্রবার এ বিষয় নিয়ে এএফসির সঙ্গে কথা বলে বিস্তারিত জানাতে পারবো।

দুই দেশের প্রথম ম্যাচটি হয়েছিল গত বছর ১০ সেপ্টেম্বর। তাজিকিস্তানের দুসানবেতে সেই ম্যাচে বাংলাদেশ হেরেছিল ১-০ গোলে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে