অধিনায়ক মাশরাফির বিদায়ী ম্যাচে দর্শকের ঢল

সিলেট প্রতিনিধি

সিলেট

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার তৃতীয় ওয়ানডে ম্যাচ উপভোগ করতে দর্শকদের ঢল নেমেছে। বিকেল সাড়ে চারটায় বাংলাদেশ দলের ব্যাটিং চলাকালে যখন বৃষ্টি নামে তখনও গ্যালারিজুড়ে অপেক্ষায় হাজার হাজার দর্শক। দর্শকরা বলছেন, জাতীয় দলের অধিনায়ক হিসেবে মাশরাফির শেষ ম্যাচের সাক্ষী হতে তারা স্টেডিয়ামে এসেছেন। তারা শেষ পর্যন্ত খেলা উপভোগ করতে চান। এজন্য বৃষ্টি থামার অপেক্ষায় আছেন।

এর আগে আজ শুক্রবার দুপুর থেকে স্টেডিয়ামে এসে জড়ো হতে থাকেন ক্রিকেট পাগল দর্শকরা। জুমআ’র নামাজের পর মাঠে দর্শক বাড়তে থাকে। গ্রান্ড স্ট্যান্ড গ্যালারি, ওয়েস্টার্ন গ্যালারি এমনকি গ্রীণ গ্যালারিতে দর্শকের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়, যা গত দুই ম্যাচে হয়নি।

universel cardiac hospital

বৃষ্টি শুরু হলে পশ্চিম গ্যালারিতে থাকা দর্শকরা অনেকে নিরাপদ দূরত্বে চলে যান। তখনও গ্রান্ডস্ট্যান্ড গ্যালারি ছিল দর্শকে পূর্ণ। ১৫ মিনিট পর বৃষ্টি অনেকটা থেমে যায়। তখন আবারও কানায় কানায় পূর্ণ হয়ে যায় গ্যালারি। পশ্চিম গ্যালারিতে থাকা আহমেদ তানভীর নামের একজন দর্শক বলেন, বাংলাদেশ দলের খেলা দেখতে এসেছি। বৃষ্টি থামলে খেলা শুরু হবে। আমরা ততক্ষণ অপেক্ষায় আছি।

খেলা উপভোগ করতে আসা এক দর্শক বলেন, জিম্বাবুয়ের বিপক্ষে ইতোমধ্যে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। শেষ ম্যাচটি খুববেশি গুরুত্ব বহন না করলেও মাশরাফির অধিনায়কত্বের শেষ ম্যাচের সাক্ষী হতে আমরা মাঠে এসেছি।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে