টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, আফিফ-নাইমের অভিষেক

ক্রীড়া প্রতিবেদক

অধিনায়ক মাশরাফির শেষ ম্যাচ

আন্তর্জাতিক ক্রিকেটে শেষবারের মতো টস করলেন মাশরাফি বিন মর্তুজা। সাধারণত তার টসভাগ্য বেশ ভালো হলেও, এবার হাসেনি মাশরাফির পক্ষে। হেরেছেন নিজের শেষ টসে।

সিরিজের শেষ ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক শন উইলিয়ামস। সফরকারীদের আমন্ত্রণে আগে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ।

উল্লেখ্য, সিরিজের প্রথম দুই ম্যাচে আগে ব্যাট করেই জিতেছিল বাংলাদেশ। তাই এ ম্যাচেও আগে ব্যাট করে জয়ের ব্যাপারে আশাবাদী টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

এই ম্যাচে জিতলে অধিনায়ক হিসেবে ওয়ানডে ক্রিকেটে মাশরাফির জয়ের ফিফটি পূরণ হবে। চার পরিবর্তন নিয়ে ম্যাচটি খেলতে নেমেছে বাংলাদেশ।

অভিষেক আফিফ-নাইমের

সিলেটে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হচ্ছে জিম্বাবুয়ে ও বাংলাদেশ। মাশরাফির অধিনায়কত্বের বিদায়ী ম্যাচে চার পরিবর্তন করেছে ম্যানেজমেন্ট। মূলত, পাকিস্তান সিরিজে ওয়ানডে দলকে খেলানোর পরিকল্পনা দলের। তাই দল বিশ্রামে রেখেছে মুশফিকুর রহিমকে। এছাড়াও ইনজুরির জন্য বিশ্রামে আছেন নাজমুল হোসেন শান্ত। শফিউল পারিবারিক কারণে ফিরেছেন ঢাকায়। বাদ পড়েছেন আল আমিন হোসেন। বাংলাদেশের পক্ষে ওয়ানডে অভিষেক হচ্ছে মোহাম্মদ নাইম ও আফিফ হোসেনের। দলে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দীন ও মুস্তাফিজুর রহমান। জিম্বাবুয়ে নেমেছে অপরিবর্তিত একাদশ নিয়ে।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল, লিটন দাস, মোহাম্মদ নাইম, আফিফ হোসেন, মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দীন, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ

তিনাশে কামুনহুকামউই, রেগিস চাকাবা, ব্রেন্ডান টেলর, শন উইলিয়ামস (অধিনায়ক), ওয়েসলি মাধবেরে, সিকান্দার রাজা, রিচমন্ড মুতুম্বামি, তিনোটেন্ডা মুতুমবোজি, ডোনাল্ড টিরিপানো, চার্লটন টিসুমা, কার্ল মুম্বা।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে