সিপিবির ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

মত ও পথ প্রতিবেদক

সিপিবি
ফাইল ছবি

আজ ৬ মার্চ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯২৫ সালের এই দিনে প্রতিষ্ঠিত হয় উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল ভারতবর্ষের কমিউনিস্ট পার্টি (সিপিআই)।

১৯৪৮ সালের ৬ মার্চ সিপিআইয়ের দ্বিতীয় কংগ্রেসে পৃথকভাবে প্রতিষ্ঠিত রাষ্ট্র পাকিস্তানের প্রতিনিধিরা ভিন্ন একটি অধিবেশনে বসে স্বতন্ত্রভাবে পাকিস্তানের কমিউনিস্ট পার্টি এবং একই সঙ্গে পার্টির পূর্ব পাকিস্তান প্রাদেশিক কমিটি প্রতিষ্ঠা করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম এক বিবৃতিতে শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, মেহনতি মানুষসহ সর্বস্তরের দেশবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন।

দিবসটি উপলক্ষে আজ শুক্রবার বিকেল ৪টায় মণি সিংহ সড়কের মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে আলোচনাসভার আয়োজন করা হয়েছে। সভায় বক্তব্য দেবেন বাম গণতান্ত্রিক জোট ও সিপিবির কেন্দ্রীয় নেতারা।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে