চলচ্চিত্রে নারীদের সংগ্রাম ও বিজয়গাঁথার সেরা কিছু কাহিনি

বিনোদন প্রতিবেদক

নারীদের প্রেরণা যোগায় ‘আইরন লেডি’, ‘ম্যারি কম’ ও ‘মণিকর্ণিকা’

আন্তর্জাতিক নারী দিবস মানেই বিশ্বজুড়ে নারীদের প্রকৃত অবস্থা তুলে ধরে তাদের ক্ষমতায়ন, অধিকার ও মর্যাদার জন্য তৎপর হওয়ার প্রচেষ্টা। আর চলচ্চিত্র সবসময়ই জনমানস নির্মাণে শক্তিশালী একটি মাধ্যম। তাই হলিউড ও বলিউডে বারবার উঠে এসেছে নারীদের সংগ্রাম ও বিজয়গাঁথার নানান কাহিনি।

হলিউড ও বলিউডে বিভিন্ন ঘরানার চলচ্চিত্র নির্মিত হয়ে থাকে। সকল সিনেমার মূল উদ্দেশ্যেই যে শুধু বিনোদন দেওয়া এবং ব্যবসা করা, তা নয়। নারীর অধিকার ও বাস্তব পরিস্থিতি, নারীর সংগ্রাম ও বীরত্বগাঁথা ইত্যাদি অনেক কিছুই তুলে ধরা হয়েছে চলচ্চিত্রে।

universel cardiac hospital

বলিউডের যে ১০টি সিনেমা নারীদের প্রেরণা যোগাবে-

১। ইংলিশ ভিংলিশ (অভিনয়ে: শ্রীদেবী)

২। পঙ্গ (অভিনয়ে: কঙ্গনা রনৌত)

৩। থাপ্পড় (অভিনয়ে: তাপসী পান্নু)

৪। মরদানি (অভিনয়ে: রানি মুখার্জি)

৫। তুমহারি সুলু (অভিনয়ে: বিদ্যা বালান)

৬। মণিকর্ণিকা (অভিনয়ে: কঙ্গনা রনৌত)

৭। লিপস্টিক আন্ডার মাই বুরখা (অভিনয়ে: রত্না পাঠক, আহনা কুমরা, কঙ্কনা সেন শর্মা)

৮। ম্যারি কম (অভিনয়ে: প্রিয়াঙ্কা চোপড়া)

৯। পিঙ্ক (অভিনয়ে: তাপসী পান্নু, অমিতাভ বচ্চন)

১০। কুইন (অভিনয়ে: কঙ্গনা রনৌত)

হলিউডের যে ১০টি সিনেমা নারীদের কথা বলে-

১। কোকো বিফোর চ্যানেল (২০০৯)

২। আইরন লেডি (২০১১)

৩। হিডেন ফিগারস (২০১৬)

৪। বিকামিং জেন (২০০৭)

৫। ক্যারল (২০১৫)

৬। দ্য হেল্প (২০১১)

৭। এরিন ব্রকোভিচ (২০০০)

৮। দ্য পিয়ানো (১৯৯৩)

৯। লিটল ওমেন (২০১৯)

১০। দ্য ডে আই বিকেম অ্যা ওম্যান (২০০০)

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে