রাজধানীতে ৫০০ টাকা পিস মাস্ক বিক্রির অপরাধে লাজ ফার্মাকে দুই লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১০ মার্চ) রাতে রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডে ‘মোহাম্মদপুর শাখা’য় বিশেষ অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সহযোগিতা করছে র্যাব-২।
আক্তারুজ্জামান জানান, অভিযানে এসে দেখা যায় লাজ ফার্মা ৫০০ টাকা পিস মাস্ক বিক্রি করছে। কারণ হিসেবে তারা বলছে পর্যাপ্ত আমদানি না থাকা। কিন্তু তাদের স্টোরে পর্যাপ্ত মাস্ক মজুদ ছিল। এই অভিযোগে তাদেরকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। র্যাবের অভিযানের পর ৮৫ টাকা করে প্রতি পিস মাস্ক বিক্রি শুরু হয়।
এর আগে মোহাম্মদপুর কলেজগেটের ১০টি ফার্মেসিতে অভিযান চালিয়ে দশ লাখ টাকা জরিমানা করে র্যাব।