ইরানের সব কারাবন্দিদের ছেড়ে দেয়া উচিত: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক

ইরান কারাবন্দি
ইরান কারাবন্দি। ফাইল ছবি

ইরানের সব কারাবন্দিদের ছেড়ে দেয়া উচিত বলে মন্তব্য করেছেন তেহরানে জাতিসংঘের বিশেষ মানবাধিকার দূত জাভেদ রহমান।

মঙ্গলবার (১০ মার্চ) তিনি দেশের সব কারাবন্দিদের সাময়িক মুক্তি দিতে তেহরানকে আহ্বান জানান। তিনি বলেন, করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে রাজনৈতিক বন্দিদের আটক দুর্ভাগ্যজনক ও উদ্বেগজনক। খবর রয়টার্সের।

universel cardiac hospital

জেনেভায় সাংবাদিকদের জাভেদ রহমান বলেন, কিছু সংখ্যক দ্বৈত ও বিদেশি নাগরিক তারা প্রকৃত ঝুঁকির মধ্যে থাকে তারা যদি তাদের অবস্থা (করোনাভাইরাস) সম্পর্কে না জানে, তারা প্রকৃত অবস্থা নিয়ে ভয়ের মধ্যে আছে।

তিনি বলেন, এই বিষয়টি নিয়ে আমি উদ্বিগ্ন এবং তারপরেও আমি ইরানকে সুপারিশ করছি দেশের সব বন্দিকে সাময়িক সময়ের জন্য মুক্তি দিতে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে