খেলোয়াড়দের কেন্দ্রীয় চুক্তিতে এবার নতুনত্ব এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার লাল ও সাদা বলের জন্য আলাদা চুক্তি করা হয়েছে। যারা চুক্তিতে দুই রঙের বলের ক্রিকেটেই আছেন তারাই বেশি লাভবান হচ্ছেন। মঙ্গলবার বিসিবি ঘোষিত নতুন গ্রেড অনুযায়ী এখন ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি বেতন পাবেন তামিম ইকবাল।
তামিম ইকবালের বেতন আগে ছিল মাসে ৪ লাখ টাকা। এখন সেটি বেড়ে হয়েছে ৬ লাখ ৩০ হাজার টাকা। মাসে ৪ লাখ টাকা পেতেন মুশফিকুর রহিমও। আজ বিসিবি ঘোষিত নতুন গ্রেডিং অনুযায়ী তিনি মাসে পাবেন ৬ লাখ ২০ হাজার টাকা করে।
গত অক্টোবরের আন্দোলনের ১১ দফা দাবিতে চুক্তিভুক্ত খেলোয়াড়ের সংখ্যা বাড়ানোর পাশাপাশি বেতন বাড়ানোরও দাবি ছিল ক্রিকেটারদের। কিন্তু নতুন চুক্তিতে বিসিবি খেলোয়াড় সংখ্যা বা বেতন, কোনোটিই বাড়ায়নি। তারপরও আয় বেড়েছে বেশিরভাগ খেলোয়াড়ের। বিসিবি লাল বল ও সাদা বলের ক্রিকেটের জন্য আলাদা চুক্তি করায় ৭ ক্রিকেটার বেতন পাবেন দুই চুক্তি থেকেই। যাদের চুক্তি শুধু লাল বা সাদা বলে, গ্রেডিংয়ে উন্নতি হওয়ায় বেতন বাড়ছে তাদের অনেকেরই। শ্রেণিভেদে গড়ে বেতন বৃদ্ধির পরিমাণ ২৫–৫০ শতাংশ।
২০১৭ সাল থেকে ক্রিকেটারদের বেতন একই আছে। ‘এ+’ শ্রেণির ক্রিকেটারেরা পেয়ে আসছেন মাসে ৪ লাখ টাকা করে, ‘এ’ শ্রেণির ক্রিকেটারের ৩ লাখ, ‘বি’ ২ লাখ, ‘সি’ ১ লাখ ৫০ হাজার ও ‘ডি’ শ্রেণির ক্রিকেটারেরা পান ১ লাখ টাকা করে। এবারের লাল ও সাদা বল দুই চুক্তিতেই শ্রেণি ভেদে বেতনের অঙ্ক একই আছে।
কোনো ক্রিকেটার দুই চুক্তিতে থাকা মানে কিন্তু এই নয় যে তিনি দুই চুক্তিরই পুরো টাকা পাবেন। এ ক্ষেত্রে বিসিবির নিয়ম, ওই ক্রিকেটার দুই চুক্তির যেটিতে অপেক্ষাকৃত ওপরের শ্রেণিতে আছেন, সেটির পুরো বেতন এবং নিচের শ্রেণির অর্ধেক বেতন পাবেন। দুই চুক্তিতে একই শ্রেণিতে থাকলেও বেতন হবে এক চুক্তির পুরো এবং অন্য চুক্তির অর্ধেক পরিমান।
- ১৭ মার্চ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
- শিক্ষাপ্রতিষ্ঠানকে করোনা প্রতিরোধে বিশেষ নির্দেশনা দিল মাউশি
ওয়ানডের নতুন অধিনায়ক তামিম ও মুশফিক যেমন লাল ও সাদা বল দুই চুক্তিতেই আছেন ‘এ+’ শ্রেণিতে। বিসিবির বেতন কাঠামো অনুযায়ী তাদের বেতন দাঁড়াচ্ছে এক চুক্তির পুরো ৪ লাখ টাকা ও অন্য চুক্তির অর্ধেক ২ লাখ, মোট ৬ লাখ টাকা করে। সঙ্গে অধিনায়ক ভাতা হিসাবে তামিমের অ্যাকাউন্টে প্রতি মাসে বাড়তি যোগ হবে ৩০ হাজার টাকা। বেশি ম্যাচ খেলার সুবাদে মুশফিক বাড়তি পাবেন ২০ হাজার টাকা।
এ ছাড়া তিন সংস্করণের ক্রিকেটে খেলোয়াড়দের ম্যাচ ফিও বাড়িয়েছে বিসিবি।
খেলোয়াড় | লাল বল গ্রেড | সাদা বল গ্রেড |
মুশফিকুর রহিম | এ+ | এ+ |
তামিম ইকবাল | এ+ | এ+ |
মাহমুদউল্লাহ | – | এ+ |
সৌম্য সরকার | – | এ+ |
মুমিনুল হক | এ | – |
লিটন দাস | বি | বি |
মেহেদী হাসান মিরাজ | বি | বি |
তাইজুল ইসলাম | বি | ডি |
মোস্তাফিজুর রহমান | – | বি |
মোহাম্মদ মিঠুন | ডি | সি |
নাজমুল হোসেন | ডি | ডি |
মোহাম্মদ সাইফউদ্দিন | – | সি |
নাঈম হাসান | ডি | – |
আবু জায়েদ | ডি | – |
ইবাদত হোসেন | ডি | – |
আফিফ হোসেন | – | ডি |
মোহাম্মদ নাঈম | – | ডি |
এবারের চুক্তিতে মোট ১৭ জনকে রাখা হয়েছে। গতবারও ছিলেন ১৭ জন। এবার নিষেধাজ্ঞার কারণে বাদ পড়েছেন সাকিব আল হাসান। গত ৬ মার্চ অধিনায়ক হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচ খেলে ফেলা মাশরাফি বিন মর্তুজাও নেই বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে। বাদ পড়া বাকি পাঁচ ক্রিকেটার হলেন ইমরুল কায়েস, আবু হায়দার রনি, সৈয়দ খালেদ আহমেদ, রুবেল হোসেন ও সাদমান ইসলাম।