দেশের প্রথম এক্সপ্রেসওয়ে ঢাকা-মাওয়া-ভাঙ্গা অংশ উদ্বোধন করা হবে আগামীকাল ১২ মার্চ (বৃহস্পতিবার)। ওইদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ বিষয়ে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাবিরুল ইসলাম খান মত ও পথকে জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই এক্সপ্রেসওয়ে উদ্বোধন করবেন।
‘ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের (এন-৮) যাত্রাবাড়ী ইন্টারসেকশন থেকে (ইকোরিয়া বাবু বাজার লিংঙ্ক রোডসহ) মাওয়া পর্যন্ত এবং পাঁচ্চর থেকে ভাঙ্গা পর্যন্ত ধীরগতির যানবাহনের জন্য পৃথক লেনসহ চার লেনে উন্নয়নের নিমিত্তে নির্মিত কাজের উদ্বোধন করা হবে,’- যোগ করেন তিনি।
- রূপনগর বস্তির ভয়াবহ আগুন ছড়িয়েছে আশপাশের ভবনে, নিয়ন্ত্রণে ২০ ইউনিট
- করোনা : হজে গমনেচ্ছুদের অধিকাংশই সিদ্ধান্তহীনতায় ভুগছেন
সূত্র জানায়, একইদিনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তৃতীয় কর্ণফুলী সেতু নির্মাণ (সংশোধিত) প্রকল্পের আওতায় ৬ লেনবিশিষ্ট ৮ কিলোমিটার কর্ণফুলী (শাহ আমানত শাহ সেতু) সেতুর এপ্রোচ সড়ক এবং ওয়েস্টান বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রকল্পের আওতায় খুলনা, বরিশাল ও গোপালগঞ্জ সড়ক জোনে নির্মিত ২৫টি সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।