রাজধানীর মিরপুরে ঝুটপট্টিতে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

মত ও পথ প্রতিবেদক

আগুন
প্রতীকী ছবি

রাজধানীর মিরপুর ১০-এর ঝুটপট্টিতে আগুন লেগেছে। খবরে পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। আজ শনিবার বেলা ১টা ২৫ মিনিটে আগুন লাগে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সূত্র।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। ১ ঘণ্টার চেষ্টাতেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। আগুনের উৎসের বিষয়টি এখনো নিশ্চিত নই। এ ঘটনায় কোনো হতাহত হয়েছে কিনা জানা যায়নি।

universel cardiac hospital

উল্লেখ্য, গত বুধবার সকাল পৌনে ১০টায় মিরপুরের রূপনগরের বারেকের বস্তিতে আগুন লাগে। স্থানীয়দের খবরে ফায়ার সার্ভিসের ২৫ টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এরইমধ্যে বস্তির ১০ হাজার ঘরের অধিকাংশই পুড়ে ছাই হয়ে নিঃস্ব হয় শতাধিক পরিবার।

সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই মিরপুরের ঝুটপট্টিতে আগুন লাগল। এ ঘটনা রাজধানীর নাগরিকদের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে