স্পেনে করোনায় নিহত ২৮৮, আক্রান্ত আট হাজার

আন্তর্জাতিক ডেস্ক

করোনায় আক্রান্ত স্পেনের রানি এবং প্রধানমন্ত্রীর স্ত্রীও
করোনায় আক্রান্ত স্পেনের রানি এবং প্রধানমন্ত্রীর স্ত্রীও

প্রাণঘাতী করোনাভাইরাসে একদিনের ব্যবধানেই নিহতের সংখ্যা দ্বিগুন হয়ে ২৮৮ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে স্পেন কর্তৃপক্ষ। খবর বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস।

ইতালির পর স্পেনও পুরো দেশকে কোয়ারেন্টাইন করায় ইউরোপে এখন ১০কোটি মানুষ গৃহবন্দী হয়ে পড়েছেন। আগামী ৪৮ ঘন্টায় দেশটিতে বিদেশগমণ সহ ভ্রমণেও আরো কঠোর নিষেধাজ্ঞা আসছে।

universel cardiac hospital

ইউরোপে ইতালির পর স্পেনেই সবচেয়ে বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্পেনের সরকার ঘোষণা করেছে, খাদ্য ও ওষুধ কেনা এবং চিকিৎসা ও জরুরি কাজ ছাড়া আগামী ১৫ দিন সব মানুষকে নিজ ঘরেই অবস্থান করতে হবে।

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের স্ত্রী বেগোনা গোমেজ।

এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন স্পেনের রানি লেতিজিয়া। স্পেন সরকারের এক মন্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওই মন্ত্রীর সংস্পর্শে এসেই করোনায় আক্রান্ত হন রানি। সম্প্রতি রানি লেতিজিয়া ওই মন্ত্রীর গালে চুমু খেয়েছিলেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে