বিশ্বব্যাপী মহামারী রূপ নেয়া করোনা ভাইরাস (কোভিড-১৯) এর বিষয়ে করণীয় ঠিক করতে বিকেলে অনলাইনের মাধ্যমে বৈঠকে বসছে সার্ক দেশগুলো। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এমন বৈঠকের প্রস্তাবে সমর্থন জানায় সার্কের বেশিরভাগ সদস্য।
আজ রবিবার স্থানীয় সময় বিকাল সাড়ে পাঁচটায় এই বৈঠক হবে বলে এক টুইটবার্তায় জানিয়েছেন মোদি।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে করোনা মোকাবেলা নিয়ে আলোচনা করবে সার্ক দেশগুলো। টুইট বার্তায় মোদি বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্য এবং সুরক্ষার কথা ভেবে সার্কভুক্ত দেশগুলির সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্রমশ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মারণ এই ভাইরাসের মোকাবিলায় সবদেশের সঙ্গে আমরা একজোট হয়ে কাজ করতে বদ্ধপরিকর।
দক্ষিণ এশিয়ার দেশগুলি নিয়ে গঠিত আঞ্চলিক সংগঠনের নাম হলো সার্ক। বর্তমানে সার্কভুক্ত দেশের সংখ্যা ৮। দেশগুলি হলো, ভারত, বাংলাদশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং মালদ্বীপ। আর এই প্রতিটি দেশই করোনা ভাইরাস রুখতে মোদির প্রস্তাবে সাড়া দিয়েছে।