দেশের সব সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

সিনেমা হল
সিনেমা হল। ফাইল ছবি

বিশ্বব্যাপী আতঙ্ক ছড়ানো প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের কারণে আগামী বুধবার (১৮ মার্চ) থেকে ২ এপ্রিল পর্যন্ত দেশের সকল প্রেক্ষাগৃহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি। তবে সিনে মাল্টিপ্লেক্সগুলো এ সিদ্ধান্তের বাইরে থাকবে।

আজ সোমবার বিকাল সাড়ে পাঁচটায় বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানায়।

universel cardiac hospital

সমিতির উপদেষ্টা মিয়া আলাউদ্দিন জানান, করোনাভাইরাস থেকে বাঁচতে সরকার এরইমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে। প্রেক্ষাগৃহও জনসমাগমের একটি জায়গা। জনসচেতনতা নিশ্চিত করতে প্রেক্ষাগৃহগুলো বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আলাউদ্দিন আরও বলেন, ‘আমার ব্যক্তিগত মতামত হলো, এই সময় সিনেমাহল বন্ধ রাখা প্রয়োজন। তা ছাড়া এই মুহূর্তে এমনিতেই সিনেমাহলে দর্শক কম। সভায় সবদিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।’

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে