বিভিন্ন দেশে মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসে সতর্কতা হিসেবে আগামী ১৮ মার্চ বুধবার থেকে ২৮ মার্চ শনিবার পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।
আজ সোমবার দুপুরে শিক্ষকদের সঙ্গে উপাচার্যের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত আসে। পরে উপাচার্য ড. আখতারুজ্জামান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এর আগে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া রোধ করতে বিশ্ববিদ্যালয় বন্ধের দাবিতে অনশনে বসেন চার শিক্ষার্থী। পরে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড এ কে এম গোলাম রব্বানীর আশ্বাসে রবিবার অনশন স্থগিত করেন তারা।
- শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রীর চিঠি: ‘আমরা জেগে রইবো তাঁর আদর্শ বুকে নিয়ে’
- শিশু তুহিন হত্যা মামলায় বাবা ও চাচার ফাঁসির আদেশ
গত শনিবার রাত ৯টা থেকে বিশ্ববিদ্যালয় সাময়িক বন্ধের দাবিতে রাজু ভাস্কর্যে অনশনে বসেন টেলিভিশন অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের শিক্ষার্থী হাসান বিশ্বাস, মনোবিজ্ঞান বিভাগের জুনায়েদ হোসেন খান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কে এম তুর্য এবং ইয়াসিন আরফাত প্লাবন।
করোনা ভাইরাস সংক্রমণ রোধে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের ৮৪টি বিভাগের ৫০টিরও অধিক বিভাগের বিভিন্ন ব্যাচ তাদের ক্লাস-পরীক্ষা বর্জন করেছে।