বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসে দেশে আরও তিনজন আক্রান্ত হয়েছেন। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা সোমবার দুপুরে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।
আক্রান্ত তিনজনের মধ্যে দুজন শিশু রয়েছে। করোনার কারণে দেশে ফেরা এক প্রবাসীর মাধ্যমে তারা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট আটজন করোনায় আক্রান্ত হলেন।
করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা বলেন, ‘সর্বশেষ গত ২৪ ঘণ্টায় নতুন তিনজন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে দুটি শিশু আছে। যাদের বয়স দশ বছরের নিচে। বিদেশ ফেরত একজনের মাধ্যমে তাদের পরিবারের মধ্যে ছড়িয়েছে। তারা একটি উপজেলা পর্যায় থেকে এসেছেন।’
দেশে এ নিয়ে মোট আটজন করোনায় আক্রান্ত হয়েছেন জানিয়ে আইইডিসিআর পরিচালক বলেন, ‘দেশে এ নিয়ে মোট করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা আটজন। একজন সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন। পাঁচজন হাসপাতালে আছেন।’
- করোনা ভাইরাস : দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
- শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রীর চিঠি: ‘আমরা জেগে রইবো তাঁর আদর্শ বুকে নিয়ে’
বিদেশ ফেরতদের মধ্যে বেশিরভাগই কোয়ারেন্টাইনের নিয়ম মানছেন না বলে অভিযোগ মীরজাদী সেব্রিনার। তিনি বলেন, ‘করোনা ভাইরাস পরিস্থিতিতে বিদেশ থেকে বাংলাদেশে আসা ব্যক্তিরা কোয়ারেন্টাইনের নিয়ম মানছেন না। কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিরা অত্যাবশ্যকীয় কারণ থাকলে যেমন চিকিৎসা, পরীক্ষা ইত্যাদি ক্ষেত্রে স্থানীয় প্রশাসনকে জানিয়ে বাড়ির বাইরে যেতে পারেন। তবে কন্ট্রোল রুমের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করতে হবে।’
কোয়ারেন্টাইনের নিয়ম না মানলে তাদের জরিমানা করা হবে বলেও জানান আইইডিসিআর পরিচালক।
কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হলে আইইডিসিআরে না এসে হটলাইন নাম্বারের সহায়তা নেওয়ার আহ্বান জানান সেব্রিনা।