মরণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত অস্কারজয়ী হলিউড অভিনেতা টম হ্যাংকস এবং তার স্ত্রী অভিনেত্রী রিটা উইলসন। কোয়ারেন্টাইনে আইসোলেশনে রাখা হয়েছে এই তারকা দম্পতিকে। তবে সেখান থেকেই দর্শক ও ভক্তদের নিয়মিত নিজেদের স্বাস্থ্যের আপডেট দিচ্ছেন তারা।
অভিনেতা টম হ্যাংকস সোমবার টুইট করে জানান, তিনি এবং তার স্ত্রী রিটা ভালো আছেন। ধীরে ধীরে তারা সুস্থ হয়ে উঠছেন। এর জন্য আইসোলেশনে যারা তাদের দেখভাল করছেন তাদের বিশেষ ধন্যবাদ জানান। লিখেন, ‘সাহায্যকারীদের অনেক ধন্যবাদ। নিজেদের খেয়াল রাখুন এবং অন্যদেরও।’
- করোনা ভাইরাসে মৃত্যু ৭ হাজার ছাড়াল, সুস্থ ৮০ হাজার
- মুজিববর্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
এদিকে সস্ত্রীক করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসার পরদিনই টম হ্যাংকসের মৃত্যুর খবর রটে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। যদিও সে খবর একেবারেই ভুয়া। অভিনেতা নিজেই জানান, তিনি ভালো আছেন এবং ধীরে ধীরে সংক্রমণ থেকে সেরে উঠছেন।
৬৩ বছর বয়সী টম হ্যাংকস স্ত্রী রিটা উইলসনকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়ায় গোল্ড কোস্টে বাজ লাহরম্যানের এলভিস প্রিসলির উপর নির্মিতব্য একটি ছবির শুটিং করছিলেন। সেখানেই তাদের শরীরে করোনার উপস্থিতি ধরা পড়ে।