বাবা আছেন কোটি মানুষের হৃদয়জুড়ে: শেখ রেহানা

নিজস্ব প্রতিবেদক

শেখ রেহানা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চলে গেলেও তিনি এদেশের কোটি মানুষের হৃদয়ে জীবিত আছেন বলে মন্তব্য করেছেন তার ছোট মেয়ে শেখ রেহানা। ঘরে ঘরে মুজিবের আদর্শের দুর্গ তৈরি করে তার আলো ছড়িয়ে দিতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

মঙ্গলবার রাতে মুজিব বর্ষ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভাষণটি জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্মিত ‘মুক্তির মহানায়ক’ অনুষ্ঠানে সম্প্রচার করা হয়।

বঙ্গবন্ধুর ত্যাগ ও অবদানের কথা তুলে ধরে শেখ রেহানা বলেন, ‘কোনো অন্যায়ের কাছে মাথানত করেননি তিনি (শেখ মুজিবুর রহমান)। লোভ-লালসা ভোগ-বিলাস থেকে নিজেকে দূরে রেখেছেন, করেননি আপস। মানব কল্যাণই ছিল তার ধ্যান-ধারণা, বিশ্বাসে-নিঃশ্বাসে।’

শেখ রেহানা বলেন, ‘বাবা বলতেন, ত্যাগ-তিতিক্ষা ছাড়া কোনো জাতি মাথা তুলে দাঁড়াতে পারে না। একটা মানুষ দেশের জন্য, মানুষের জন্য কতখানি ত্যাগ স্বীকার করতে পারেন, তা আমরা খুঁজে পাই তারই লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ থেকে।’

বঙ্গবন্ধুর জনপ্রিয়তার কথা তুলে ধরে তার কন্যা বলেন, ‘এমন মানুষ পৃথিবীতে খুব কমই আসেন। আসলেও তারা ক্ষণস্থায়ী হন। আমার বাবা আমাদের মাঝে নেই। তিনি আছেন কোটি মানুষের হৃদয়জুড়ে।’

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে