করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) সকল প্রকার শিক্ষা কার্যক্রম ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বুধবার ঢামেক অধ্যক্ষ খান মো. আবুল কালাম আজাদ এ ঘোষণা দেন।
তিনি বলেন, কলেজে যেসব ছাত্র এমবিবিএস করছে, তাদের জন্য ৩১ মার্চ পর্যন্ত কলেজ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া কলেজের সব অফিস খোলা থাকবে। হাসপাতালের চিকিৎসাসেবা অব্যাহত থাকবে।
- আরও পড়ুন >> করোনাকে মহামারি ঘোষণা করে গেজেট প্রকাশের নির্দেশ
এর আগে বুধবার সকালে জরুরি বৈঠকে বসে ঢামেক। বৈঠকে চিকিৎসক ও শিক্ষার্থীদের নিজ নিজ নিরাপত্তার জন্য জোরদারের বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।