করোনা: সংসদের বিশেষ অধিবেশন স্থগিত

মত ও পথ প্রতিবেদক

জাতীয় সংসদ অধিবেশন
ফাইল ছবি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনে ঘোষিত মুজিববর্ষ উপলক্ষে আহ্বান করা জাতীয় সংসদের বিশেষ অধিবেশন স্থগিত করা হয়েছে। করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শনিবার (২১ মার্চ) এক আদেশে এ অধিবেশন স্থগিত করেন।

এ তথ্য জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন।

রোববার সকাল ১১টায় এ অধিবেশন শুরু হওয়ার কথা ছিল। সেজন্য সকাল ৯টায় সংসদ ভবন থেকে এমপিদের ধানমন্ডিতে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর কথা ছিল। কিন্তু জনসমাগম এড়াতে ওই কর্মসূচি স্থগিত করা হয়। শেষ পর্যন্ত অধিবেশনই স্থগিত করা হলো।

এর আগে ১৯৭৪ সালের ৩১ জানুয়ারি এবং ১৮ জুন সংসদে বিশেষ অধিবেশন বসেছিল। যেখানে সাবেক যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল টিটো এবং ভারতের রাষ্ট্রপতি ভিভি গিরি ভাষণ দিয়েছিলেন। করোনাভাইরাসের প্রভাবে এবার কোনো বিদেশি অতিথি আসবেন না বলে জানিয়ে দিয়েছেন। ২২ মার্চ শুরু হয়ে ২৩ মার্চও এ অধিবেশন চলার কথা ছিল।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে