ফ্রা‌ন্সে পু‌লিশসহ করোনায় আক্রান্ত ১৪৪৫৯, মৃত ৫৬২

ফ্রা‌ন্স প্রতিনিধি

ফ্রা‌ন্সে করোনা

‌বিশ্বব্যা‌পী করোনা ভাইরাস (কোভিড-১৯) আতঙ্ক বেড়েই চলেছে। এরই মধ্যে ইউরোপকে করোনার কেন্দ্র হিসেবে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সমগ্র ইউরো‌পের ন্যায় ফ্রান্স সরকার নানামু‌খী পদক্ষেপ নিয়েছে। তবুও লাগামহীনভা‌বে বে‌ড়েই চল‌ছে দেশটিতে আক্রান্ত ও নিহতের সংখ্যা।

সর্ব‌শেষ তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১৮৪৭ জন আক্রান্ত হ‌য়ে‌ছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৪৫৯ জন, নতুন ক‌রে মৃত্যু হয়েছে ১১২ জনের। ফ্রান্সে করোনায় মোট মৃ‌তের সংখ্যা ৫৬২ জন।

universel cardiac hospital

জানা গেছে, এখন পর্যন্ত ৫০০০ এর ম‌তো ফরাসি পু‌লিশ করোনা ভাইরাসে আক্রান্ত হ‌য়ে‌ছেন, শুধু প্যা‌রি‌সেই আক্রান্ত হ‌য়ে‌ছেন ৬৫০ পুলিশ সদস্য৷

এরই মধ্যে দেশটির সাধারণ নাগরিকদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। সকল ব্যবসা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। বিশ্বের সবচেয়ে ব্যস্ততম নগরী প্যারিস এখন জনমানবহীন, নিস্তব্ধ।

ফরাসি সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, যাদেরকে ২৫-৩০ শতাংশ ফি দিয়ে ডাক্তার দেখাতে হতো রবিবার থেকে তারা ফ্রিতে টেলিফোনে ভিডিও কলের মাধ্যমে চিকিৎসা নিতে পারবেন এবং প্রেসক্রিপশন ইমেইলের মাধ্যমে দেয়া হবে।

এরই মধ্যে করোনা প্রতিরোধে করা বিভিন্ন আইন অমান্য করায় ৩৮৯৯৪ জনকে জরিমানা করেছে ফ্রান্স। সাধারণ মানুষ ঘরে বসে আতঙ্কে দিন কাটাচ্ছেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে