৯ ঘণ্টা পর ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ভৈরবে ট্রেন চালু

কিশোরগঞ্জ প্রতিনিধি

ট্রেন
ফাইল ছবি

৯ ঘণ্টা পর কিশোরগঞ্জের ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ায় দীর্ঘসময় বন্ধ থাকে ট্রেন। এতে দুর্ভোগে পড়েন যাত্রীসাধারণ।

রেলস্টেশন সূত্র জানায়, রোববার রাত ৮টার দিকে কিশোরগঞ্জের যশোদল রেলস্টেশনের আউটার সিগন্যালের কাছে ময়মনসিংহ থেকে আখাউড়াগামী একটি মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

সারারাত মেরামতের পর সোমবার ভোর সোয়া ৫টার দিকে ট্রেন চালু হয়।

এদিকে এ ঘটনায় আটকে থাকা ঢাকা-কিশোরগঞ্জগামী এগারসিন্ধুর এক্সপ্রেস ট্রেন ভৈরব এবং ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস যাত্রীবাহী ট্রেন ময়মনসিংহ স্টেশন থেকে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

দীর্ঘক্ষণ ট্রেন বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন আন্তঃনগর এগারসিন্ধুর এক্সপ্রেস ও বিজয় এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা।

এ বিষয়ে কিশোরগঞ্জ জিআরপি থানার ওসি মো. আবদুর রহমান বিশ্বাস মত ও পথকে জানান, রাতে আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলে এসে সোমবার ভোর সোয়া ৫টার দিকে মেরামতের কাজ শেষ করে। এর পরই কিশোরগঞ্জের ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে