আজ থেকে রাজধানীতে জীবাণুনাশক ছিটাবে পুলিশ

বিশেষ প্রতিবেদক

রাজধানীতে জীবাণুনাশক ছিটাবে পুলিশ
ফাইল ছবি

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বিশেষ উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিট পুলিশ। আজ বুধবার থেকে রাজধানীর বিভিন্ন সড়কে দিনে দুবার ওয়াটার ক্যানন বা জলকামান দিয়ে স্যানিটাইজার বা জীবাণুনাশক ওষুধ ছেটাবে ডিএমপি।

মঙ্গলবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম সংশ্লিষ্ট ইউনিটকে এই নির্দেশনা দিয়েছেন।

কমিশনারের লিখিত নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ডিএমপির আট ক্রাইম বিভাগ আটটি ওয়াটার ক্যানন দিয়ে প্রথমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা এবং দ্বিতীয়বার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জীবাণুনাশক ওষুধ ছিটাবে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে।

বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসের সংক্রমণ ঘটেছে বাংলাদেশেও। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৯ জন, আর মারা গেছে চারজন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে