গরীব মানুষদের পাশে দাঁড়াতে প্রফেসর ফাহিমা খাতুনের আহ্বান

মোহাম্মদ সজিবুল হুদা

প্রফেসর ফাহিমা খাতুন
প্রফেসর ফাহিমা খাতুন। ফাইল ছবি

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণের ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে দেশের গরীব মানুষগুলো। বন্ধ হয়ে গেছে তাদের রুটি-রুজির পথ। জাতির এই সংকটময় মুহূর্তে দেশের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (গ্রেড-১) এবং ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ফাহিমা খাতুন।

তিনি তাঁর ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এই আহ্বান জানান।

মত ও পথের পাঠকদের জন্য তার স্ট্যাটাসটি তুলে ধরা হলো_

আজ মহান স্বাধীনতা দিবস। কিন্তু কোন অনুষ্ঠান নেই, আয়োজন নেই – চুপচাপ ঘরে বসে আছি। খুবই কষ্টের এই নির্মম বাস্তবতা। তবে আমরা বিশ্বাস করি, বাঙ্গালী ১৯৭১ -এ যে দৃপ্ততায় এক হয়েছিল শত্রুর মোকাবেলায় , যেভাবে মানুষ মানুষের পাশে দাড়িঁয়েছিল , এবারও তার ব্যত্যয় হবেনা । আমরা যারা আর্থিকভাবে স্বচ্ছল- আসুন তারা মানুষের পাশে দাড়াঁই। আমরা শুধু মাস্ক পরিয়ে, হ্যান্ড স্যানিটাইজ করে গরীবকে বাঁচাতে পারব না। তাদের ঘরে থাকার জন্য দু’বেলা খাবারের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। একা সরকারের পক্ষে তা সম্ভব নয় । আমাদের এবার নববর্ষের কেনাকাটা নেই, ঈদের কেনাকাটাও বাদ দিতে হবে । আসুন না প্রতিটি স্বচ্ছল পরিবার এই টাকাটা নিজের চারপাশের গরীব মানুষ, এলাকার দিন আনা দিন খাওয়া মানুষের জন্য খরচ করি। শুধু ক্রিকেটার কেন , আসুন আমরা সকলেই এই যুদ্ধে এক একজন সহযোদ্ধা হই । এই হোক এবারের স্বাধীনতা দিবসে আমাদের অঙ্গীকার । জয় বাংলা

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে