করোনায় প্রথম শিশুর মৃত্যু!

আন্তর্জাতিক ডেস্ক

করোনায় প্রথম শিশুর মৃত্যু

বিশ্বজুড়ে মহামারি রূপ নেয়া করোনা ভাইরাসে প্রথম কোনো শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এর আগে বেশ কয়েকটি শিশু করোনায় আক্রান্ত হলেও মৃত্যুর খবর পাওয়া যায়নি। মার্কিন যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় যারা করোনায় আক্রান্ত হয়ে নিহত হয়েছেন তাদের মধ্যে এক শিশু রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, শিশুটির বয়স এক বছরেরও কম। তবে শিশুটি কোথায় এবং কিভাবে আক্রান্ত হয়েছিল, সে ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি তারা। খবর মিররের।

universel cardiac hospital

ইলিনইস রাজ্যের স্বাস্থ্য বিভাগের প্রধান এনগজি ইজাইক বলেন, এর আগে এতো কম বয়সী শিশু করোনায় মারা যায়নি। শিশুটির মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। করোনা ভাইরাস ছড়িয়ে যাওয়া ঠেকাতে আমাদের যা যা করণীয় আছে, আমাদের উচিৎ তার সবগুলো করা। তারপরেও আমাদের সম্প্রদায়ের মানুষকে রক্ষা করা দরকার।

করোনা ভাইরাসে আক্রান্ত সংখ্যার দিক থেকে দুই দিন আগেই চীনকে ছাড়িয়ে যায় যুক্তরাষ্ট্র। শনিবার পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে দুই হাজারের বেশি মানুষের।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে