করোনা আতঙ্কে কাঁপছে সারাবিশ্ব। মানুষকে বাঁচাতে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ডিরেক্টর গিল্ড, শিল্পী সংঘের প্রতিনিধিদের এক বৈঠকে ৩১ মার্চ পর্যন্ত সব ধরনের টিভি নাটকের শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। এবার বাড়ল নাটকের শুটিং বন্ধের সময়।
নতুন সিদ্ধান্ত হয়েছে আগামী ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে টিভি নাটকের সব ধরনের শুটিং।
ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাউদ্দিন লাভলু বলেন, ‘করোনা ভাইরাস প্রতিরোধে সরকার আগামী ৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে। এ অবস্থায় সাংগঠনিক মিটিং করে ৩১ মার্চ থেকে বাড়িয়ে ৪ এপ্রিল পর্যন্ত শুটিং স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবাইকে শুটিং বন্ধ রাখার অনুরোধ জানাচ্ছি। পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করে পুনরায় শুটিং শুরুর তারিখ জানানো হবে।’
করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে সরকার। আগামী ২ এপ্রিল পর্যন্ত দেশের সব সিনেমা হলও বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
সেই সঙ্গে সারা দেশে নাট্য প্রদর্শনীসহ নাট্যদলগুলোর বিভিন্ন আয়োজন বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন।
বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সাড়ে ৬ লাখের বেশি মানুষ। এক ইতালিতেই ১০ হাজারের বেশি মানুষ মারা গেছে। স্পেনে সেই সংখ্যাটা ৫ হাজারের বেশি। সবশেষ হিসাব অনুযায়ী, করোনায় বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে গেছে। বাংলাদেশে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৪৮ জন। মারা গেছেন ৫ জন।