প্রাণঘাতী করোনা ভাইরাসে সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রে ৫৭৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩ হাজার ১৬৫ জনে দাঁড়াল।
করোনায় আক্রান্তের দিক দিয়ে বর্তমানে প্রথম অবস্থানে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৪ হাজার ২৫৩ জন। প্রতিনিয়ত দেশটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে।
এর আগে রবিবার যুক্তরাষ্ট্রের জাতীয় অ্যালার্জি এবং সংক্রামক রোগ ইনস্টিটিউট এর ডিরেক্টর এন্থনি ফাউসি জানান, দেশটিতে করোনা ভাইরাসে দুই লাখ মানুষ মারা যেতে পারেন।
এন্থনি ফাউসির এমন দাবির পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা এক লাখের নিচে রাখতে পারলে সেটি হবে সফলতা ।
গত বছরের ডিসেম্বরে চীনের উহানে সর্বপ্রথম এই ভাইরাসের আবির্ভাব ঘটে। এরপর একে একে বিশ্বের প্রায় ১৯৯টির বেশি দেশে ছড়িয়ে পড়ে এই ভাইরাস।
সূত্র : সিএনএন, ওয়ার্ল্ডমিটার।